logo
news image

কাতারে খেলা দেখতে যাচ্ছেন শুকুর

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজের স্বত্ত্বাধিকারী শাখাওয়াত হোসেন শুকুর (৩৮) কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২) তিনি বিমানে কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। রোববার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা পৌঁছেন।
উপজেলার নবীনগর গ্রামের ফকির উদ্দিন মন্ডলের ছেলে শাখাওয়াত হোসেন শুকুর কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেডের পক্ষ থেকে এ সুযোগ পেয়েছেন ।
খেলা দেখার সুযোগ পেয়ে উৎফুল্ল এই ব্যবসায়ী। লালপুর বাজারে সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ নামে হার্ডওয়ার ও রং-এর দোকান মালিক কোম্পানির পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন।
শাখাওয়াত হোসেন শুকুর বলেন, কোম্পানীর পক্ষ থেকে কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাচ্ছেন নাটোরের কোম্পানীর দুজন ডিলার। অপরজন হলেন গুরুদাসপুরের বাচ্চু হার্ডওয়ারের স্বত্বাধিকারী মো. নুরুল কাওসার। উত্তর নারী বাড়ি মহল্লার মৃত  ময়েজ উদ্দিন সরদারের ছেলে। তারা কাতার বিশ্বকাপে ৭ দিন ৫ রাত থাকা-খাওয়া, ভ্রমন ও খেলা দেখার সুযোগ পাবেন বলে জানা গেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top