logo
news image

ভাইব্রেন্টে ২ লাখ ফলোয়ারের মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।
দুই লাখ অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছে বাংলাদেশের সুনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড, ভাইব্রেন্ট।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বলেন, ভাইব্রেন্ট ইউএস বাংলা গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লা ভাইব্রেন্ট পরিবারকে নিয়ে কেক কেটে এই অর্জনটি উদযাপন করেন।
২০১৮ সাল থেকে ভাইব্রেন্টের যাত্রা শুরু। শোরুমে কেনাকাটার পাশাপাশি ভাইব্রেন্টে রয়েছে অনলাইন শপিং সুবিধা। দেশের যেকোন প্রান্ত থেকে থাকছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনার সুযোগ। বর্তমানে পুরো দেশজুড়ে রয়েছে প্রতিষ্ঠানটির ২২টি শো-রুম এবং খুব শীঘ্রই খুলনায় উন্মোচন হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ২৩তম শো-রুম।
ভাইব্রেন্টে রয়েছে নান্দনিক ডিজাইন ও সেরা কোয়ালিটির মেন্স, লেডিস ও কিডস কালেকশান। পার্টি সুজ, ফরমাল সুজ, স্পোর্টস সুজ, টি-শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট, জ্যাকেট, হুডি, পাঞ্জাবি ও হ্যান্ডব্যাগসহ আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর বিশাল সমাহার।

সাম্প্রতিক মন্তব্য

Top