বাঘা পৌর নির্বাচন নৌকার মাঝি শাহিনুর রহমান পিন্টু
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন (নৌকা) প্রতিক পেয়েছেন বাঘা পৌর সভার প্যানেল মেয়র-১ ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের এপিএস সিরাজুল ইসলাম ও বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। দলীয় সূত্রে জানা গেছে,আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনকে সমনে রেখে গত-২৫ নভেম্বর বিকেলে প্রার্থীদের নামের তালিকা সংগ্রহে উপজেলার আড়ানীতে চারঘাট-বাঘার সাংসদ,বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম নিজে উপস্থিত থেকে তাঁর বাড়ির সামনে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার। আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চারঘাট-বাঘা আসনের সাংসদ,বাঘা উপজেলা আ’লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মোঃ শাহরিয়ার আলম আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রত্যাশী প্রার্থীদের নাম প্রস্তাবের আহবান করা হয়। এ সময় দলীয় প্রার্থী হিসেবে ৫ জনের নামের প্রস্তাব করা হয়। যাদের নামের প্রস্তাব আসে তারা হলেন-রাজশাহী জেলা আ'লীগের সহভাপতি আমানুল হাসান দুদু,সবেক পৌর মেয়র আক্কাছ আলী,চলমান বাঘা পৌর প্যানেল মেয়র (১) ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু,বাঘা পৌর আ'লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি এবং সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা। তবে সভার সিদ্ধান্ত ক্রমে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর তালিকায়, দলীয় শৃঙ্খলাভঙ্গকারী ও বিতর্ক কর্মকান্ডে সম্পৃক্তের অভিযোগে সাবেক মেয়র আক্কাস আলীর নাম বাদ পড়ে যায়। দলীয় সিন্ধান্ত মোতাবেক এ সকল প্রার্থীদের মধ্যে ৩ জনের নামের তালিকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। অনেক প্রতিক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার রাতে দলীয় মনোনয়ন পেয়েছেন শাহিনুর রহমান পিন্টু। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-সহ মনোনয়ন বাছাই কমিটির সিদ্ধান্তে এই প্রার্থী নির্বাচন করা হয় । এদিকে শাহিনুর রহমান পিন্টু দলীয় মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন,দল যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষে কাজ করব। আমি আশা করি আ’লীগ দলীয় নেতা-কর্মীরা সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে যদি সবাই একত্রিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে এখানে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।
সাম্প্রতিক মন্তব্য