জামাতে নামাজ আদায় করার ৩০টি উপকারিতা
হাফেজ আসকালানি (রহ.) এককভাবে নামাজ আদায় করার চেয়ে জামাতে
নামাজ আদায় করার ৩০টি
উপকারিতা উল্লেখ করেছেন-
- জামাতে শরিক হওয়ার মাধ্যমে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেওয়ার ফজিলত লাভ হয়।
- আওয়াল ওয়াক্তে (যথাসময়ে) নামাজে ধাবিত হওয়ার লক্ষ্য অর্জিত হয়।
- মসজিদে হেঁটে হেঁটে যাওয়ার ফজিলত হাসিল হয়।
- দোয়া করে মসজিদে প্রবেশের সওয়াব হাসিল হয়।
- তাহিয়্যাতুল মসজিদের সওয়াব হাসিল হওয়ার সুযোগ হয়।
- জামাতের অপেক্ষায় থাকার ফজিলত হাসিল হয়।
- ফেরেশতাদের দোয়া ও ইস্তিগফার হাসিল হয়।
- ফেরেশতারা তাদের পক্ষে সাক্ষ্য দেন।
- ইকামতের জবাব দেওয়ার সওয়াব হাসিল হয়।
- ইকামাতের বাক্য শুনে শয়তান পলায়ন করে। ফলে জামাতে হাজির হওয়ার কারণে নামাজরত অবস্থায় শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে থাকা যায়। একাকী আদায় করলে এই সুযোগ হাসিল হয় না।
- তাকবিরে তাহরিমার সওয়াব লাভের সুযোগ হয়।
- কাতার সোজা করা এবং পূর্ণ করার সওয়াব লাভের সুযোগ।
- ইমাম সামিয়াল্লাহু লিমান হামিদা বললে তার জবাবদানের সওয়াব লাভের সুযোগ হয়।
- নামাজের ভুলত্রুটি থেকে নিরাপদ থাকার সুযোগ হয়। কেননা জামাতের নামাজে একাকী নামাজের চেয়ে তুলনামূলক ভুলত্রুটি কম হয়।
- নামাজে একাগ্রতা লাভের সুযোগ হয়।
- ফেরেশতা কর্তৃক রহমত দ্বারা বেষ্টিত হওয়ার সৌভাগ্য হাসিল হয়।
- কেরাতের তাদরিব ও বিশুদ্ধতার তালিম হাসিল হয়।
- ইসলামের শিআর বা প্রতীকের প্রদর্শন হয়।
- ইবাদতে সমবেত হওয়ায় শয়তানকে লাঞ্ছিত ও ব্যথিত করার সুযোগ লাভ হয়।
- মোনাফেকের বৈশিষ্ট্য থেকে মুক্তি পাওয়া যায়। কেননা জামাতে মোনাফেকরা শামিল হতে পারে না।
- ইমামের সালামের জবাব প্রদানের সুযোগ লাভ হয়।
- ইবাদতের জন্য একত্রিত হয়ে এক মুসলমান অপর মুসলমানের মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ হয়।
- প্রতিবেশীর মধ্যে পরস্পরে দেখাসাক্ষাৎ, একে অপরের খোঁজখবর নেওয়া, বিপদাপদে পাশে দাঁড়ানো ইত্যাদি নেক ও মহৎ কাজের সওয়াব লাভ।
- কোরআন তেলাওয়াতের সময় মানোযোগের সঙ্গে তা শ্রবণ করা অত্যাধিক ফজিলতপূর্ণ ইবাদত। জামাতে অংশগ্রহণ করে এই সওয়াব হাসিলের সুযোগ হয়।
- ইমাম সুরা ফাতেহা পাঠ করার পর মুক্তাদিরা আমিন বললে ফেরেশতারাও আমিন বলেন। আর ফেরেশতাদের আমিন বিফলে যায় না। সুতরাং জামাতে নামাজ আদায় করার দ্বারা নিজের দোয়ায় ফেরেশতাদের আমিন লাভের সুযোগ হয়।
- এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের পরিচয় লাভ ও ভ্রাতৃত্ব সৃষ্টির সুযোগ হয়।
- একজনের ইবাদত দেখে আরেকজনের ইবাদতে স্পৃহা সৃষ্টির সুযোগ হয়।
- অজ্ঞদের জন্য নামাজের মাসায়েল শিক্ষা লাভের সুযোগ হয়।
- মুসলমানের শৌর্য-বীর্য ও ঐক্য প্রকাশের সুযোগ হয়।
- অভাবী ও দুস্থ লোকদের পরিচয় জেনে তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর সুযোগ হয়।
সাম্প্রতিক মন্তব্য