logo
news image

বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তাবিত সূচি - কবে কখন ম্যাচ

০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন, ওভালে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক পর্বে বাংলাদেশ ৯টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি মাঠে।

কলকাতায় আইসিসির চিফ এক্সিকিউটিভস কমিটিরর সভায় আগামী বিশ্বকাপের সূচি দাঁড় করানো হয়েছে। বৃহস্পতিবার সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে আইসিসির বোর্ড সভায়।

প্রধান নির্বাহীদের সভায় ঠিক হওয়া সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে। সেই সূচি বুধবার প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই যেখানে শুরু করেছিল বাংলাদেশ, সেই ওভালে খেলবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচও। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা কার্ডিফে, যেখানে আগে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেমি-ফাইনাল ছিল যে মাঠে, সেই এজবাস্টনেই আবার লড়াই ভারতের বিপক্ষে।

ইংল্যান্ড ও ওয়েলসের নানা প্রান্ত ঘুরে প্রাথমিক পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে লর্ডসে। ক্রিকেট তীর্থে বাংলাদেশ দুটি টেস্ট খেললেও ওয়ানডে খেলবে এটিই প্রথম।

২০১৯ বিশ্বকাপের ফরম্যাট ফিরে যাচ্ছে ১৯৯২ বিশ্বকাপে। সেবারের মতোই প্রাথমিক পর্বের সব দল খেলবে সব দলের বিপক্ষে। সেরা চার দল খেলবে সেমি-ফাইনালে। ১৯৯২ বিশ্বকাপ শেষ হয়েছিল ৩৩ দিনে, এবার লাগবে ৪৬ দিন। সেবার অবশ্য ম্যাচ ছিল ৩৯টি, এবার ৪৮টি। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে গত ২০১৫ বিশ্বকাপে ১৪ দলের বিশ্বকাপে ম্যাচ হয়েছিল ৪৯টি, লেগেছিল ৪৪ দিন।


প্রস্তাবিত সূচিতে বাংলাদেশের বিশ্বকাপ:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

২ জুন

দক্ষিণ আফ্রিকা

 ওভাল

৫ জুন

নিউজিল্যান্ড

 ওভাল (দিবা-রাত্রি)

৮ জুন

ইংল্যান্ড

কার্ডিফ

১১ জুন

শ্রীলঙ্কা

ব্রিস্টল

১৭ জুন

ওয়েস্ট ইন্ডিজ

টন্টন

২০ জুন

অস্ট্রেলিয়া

নটিংহাম

২৪ জুন

আফগানিস্তান

সাউদাম্পটন

২ জুলাই

ভারত

বার্মিংহাম

৫ জুলাই

পাকিস্তান

লর্ডস

সাম্প্রতিক মন্তব্য

Top