গোপালপুর পৌর বিএনপির কার্যালয়ে ভাংচুর
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির কার্যালয় দুর্বত্তরা ভাংচুর করেছে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত না হলেও কার্যালয়ের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২) দিবাগত রাত ৯ টার দিকে গোপালপুর বাজার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, মঙ্গলবার রাতে গোপালপুর বাজার বটতলার পৌর বিএনপির দলীয় কার্যালয়ে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা করছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়ে কার্যালয়ে ভাংচুর করে। এ সময় হামলা থেকে বাঁচতে তিনিসহ দলের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে নিজেদের রক্ষা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।
সাম্প্রতিক মন্তব্য