logo
news image

শিশু সুরক্ষা নীতি ও আচরণ বিধি বিষয়ক সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে রুম টু রিড বাংলাদেশের ‘মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম’ এর আওতায়ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জিইপি ফোকাল পয়েন্ট শিক্ষকের ‘শিশু সুরক্ষা নীতি ও শিশু সুরক্ষা আচরণ বিধি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর ২০২২) কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।
নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতার হোসেনের সভাপতিত্বে সাহারা প্লাজা মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ টি এম মাইনুল ইসলাম, রুম টু রিড বাংলাদেশের শিক্ষা প্রোগ্রামের প্রধান রোকসানা সুলতানা (অনলাইনে যুক্ত), মানবসম্পদ বিভাগের প্রধান বোরহান উদ্দিন, নাটোরের ফিল্ড অফিসার মো. জয়নাল আবেদীন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তার, প্রোগ্রাম অফিসার বাসন্তি লতা দাস প্রমুখ। 
কর্মশালায় রুম টু রিডের কার্যক্রমভুক্ত নাটোর জেলার সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিইপি ফোকাল পয়েন্ট শিক্ষক এবং নাটোরসহ অন্যান্য জেলায় অধ্যয়নরত ৫৫টি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও  সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, ২০১৪ সাল থেকে নাটোরে রুম টু রিড কার্যক্রম শুরু হয়। তারা বাল্যবিবাহ, ঝরে পড়া প্রতিরোধে কাজ করছেন। সরকারি নীতিকে প্রভাবিত ও চর্চার মাধ্যমে নাগরিক স্বার্থ যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে নাগরিক সংগঠনের সক্ষমতা বৃদ্ধি করা। শিশুর সুরক্ষায় সক্ষমতা উন্নয়নের মাধ্যমে জবাবদিহি ও সেবার মান উন্নত করা এবং সরকার ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সংলাপের জন্য পদ্ধতি ও প্লাটফর্ম তৈরি ও চর্চা করা নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top