বিরামপুরে বিনামূল্যে চক্ষু শিবির
নিজস্ব প্রতিবেদক।।
দিনাজপুরের বিরামপুরে দুই দিনব্যাপী সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার (৩ ও ৪ নভেম্বর, ২০২২) বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিমল কুমার সরকার, সভাপতি, বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার, বিরামপুর, দিনাজপুর-এর সভাপতিত্বে চিকিৎসা শিবিরের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সাবেক নৌবাহিনী প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট্রের ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, পরিচালক মিসেস সোনিয়া হাসান, সিমানুর রহমান, প্রধান শিক্ষা, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, লালপুর, নাটোর।
বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান , জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট্রের অর্থায়নে মোবাইল আই হসপিটাল লিমিটেডের সহযোগিতায় দুই দিনের চক্ষু শিবিরে বিনামূল্যে প্রায় ৩ শতাধিক চক্ষু পরীক্ষা, চক্ষু চিকিৎসা ও প্রায় ৮০ জনের অপারেশন করে ওষুধ প্রদান, চশমা বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য