logo
news image

চলচ্চিত্রে গাইবেন জোজো ও তাজুল

বিনোদন প্রতিবেদক।।
'পূর্ণিমার চাঁদ' চলচ্চিত্রে 'তোর রুপের ঝলকে' গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জোজো এবং বাংলাদেশের তাজুল ইসলাম। গানটির লেখা ও সুর করেছেন কণ্ঠ শিল্পী তাজুল ইসলাম।
সোমবার (১০ অক্টোবর ২০২২) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক ও ডিওপি আসাদুজ্জামান আজাদ এবং সিনিয়র সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।
চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু পরিচালিত চলচ্চিত্রের গানটি ইতোমধ্যে ভারতে  রেকোর্ডিং সম্পন্ন হয়েছে।
জোজো বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তাজুল দাদার সাথে গানটি বাংলাদেশের দর্শকরা গানটি উপভোগ করবেন।
তাজুল বলেন, পরিচালক মিঠু ভাইয়ের চাহিদা অনুসারে সব কিছু ঠিক থাকলে অলকা ইয়াগনী ও কুমার সানুর সাথে তাঁর গাওয়া গানও এই এই ছবিতে দর্শকরা দেখতে পারবেন। পরিচালক মনির হোসেন মিঠু বলেন, গানটি দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী।
সার্বিক পরিবেশ অনুকুলে থাকলে এ মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে গানটির স্যুটিং রাঙ্গামাটি, কক্সবাজার এবং বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে হবে। পূর্ণিমার চাঁদ চলচ্চিত্রের এই গানের দৃশ্যে অভিনয় করবেন নবাগত চিত্রনায়ক রিয়েল ও নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম।

সাম্প্রতিক মন্তব্য

Top