logo
news image

বড়াইগ্রামে বাল্যবিয়ে নিরাপদ ইন্টারনেট ও মাদক সেবন সচেতনামুলক সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যাবহার, অপহরন, নারী নির্যাতন ও  মাদক সেবন বিষয়ে সচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার উপলশহর উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে বড়াইগ্রাম থানা পুলিশ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসবে থানার পরিদর্শক আবু সিদ্দিক উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও বড়াইগ্রাম ইউপির সদস্য নুর ইসলাম সিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক, উপ-পরিদর্শক রকিবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ শিক্ষার্থী অনিকা তাসনীন শিফা প্রমূখ।
থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মার্তৃমৃত্যু ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যায়। ইন্টারনেট নিরপদ ভাবে ব্যাবহার করতে হবে। অপহরন, নারী নির্যাতনের শিকার হলে করোনিও এবং মাদক সেবব প্রতিরোধ করতে হবে

সাম্প্রতিক মন্তব্য

Top