logo
news image

দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ সেপ্টেম্বর ২০২২) রাতে লালপুর থানা পুলিশের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামানের সভাপতিত্বে থানার হলরুমে সভায় বিশেষ অতিথি ছিলেন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসম মাহমুদুল হক মুকুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুন্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের যুগ্মআহবায়ক বিজয় কুমার সরকার প্রমুখ।

এ বছর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। 

সাম্প্রতিক মন্তব্য

Top