এক ঝলক
আলাউদ্দিন জালাল
একবার নয়ন মেলে বলো ভালোবাসি,
আমি তোমার হাতে শরতের চাঁদ তুলে দেবো,
ঘাষ ফড়িং দুলছে দোলনায় তোমাকে ডাকবেনা বলে,
হেমন্তের গাঙচিলের ঝাঁকের পিছে আমি দাড়িয়ে অপেক্ষায়।
শরতের বিকেলে রংধনু আর্ট করে দেখি তোমাকে,
নীড়ে ফেরার পথে একা একা স্বরনে আকি তোমাকে,
বর্ষা ভেজা চুল নিয়ে ভয় পেয়ে খেওয়া পারে,
শরতের পুবালি বাতাসে ভ্যাপসা গরমের মাধুবি তুমি।
বাকা আড়ি চোখ মেলে দেখেছো অনেক পরে,
আমি তা ভেবেছি ঝাউপাতা বলে,
তাল ফুরিয়ে যাবে তাই শরতে হাফিয়ে সখিরে তবে,
আমি বলি আতব চাল তো হেমন্ত কুড়িয়েছে বিকেলে।
সাম্প্রতিক মন্তব্য