logo
news image

বাগাতিপাড়ার সাংবাদিক কালামের স্ত্রী’র ইন্তেকাল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার সদর ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ও দৈনিক জনতা পত্রিকার নাটোর প্রতিনিধি সাংবাদিক আবুল কালামের স্ত্রী লাবণী বেগম (৩৫) সোমবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। ওই রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। সকাল ৯ টায় জিগরি ইদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও তিন ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনসহ নেতৃবৃন্দ ও জাতীয় পার্টির উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top