logo
news image

বাগাতিপাড়ায় ৪১০ ছাত্রী নিল গার্ল গাইডের দীক্ষা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন বিদ্যালয়ের ৪১০ জন ছাত্রীকে গার্ল গাইডের দীক্ষা দান করা হয়েছে। রোববার পৃথক চারটি ভেন্যুতে উপজেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দীক্ষা দান কার্যক্রম পরিচালিত হয়। ভেন্যু চারটি হলো বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষণহাটী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ইয়াছিনপুর বালিকা বিদ্যালয় এবং সাইলকোনা উচ্চ বিদ্যালয়।

এদিন দুপুরে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী প্রধান অতিথি থেকে বক্তব্য দেন। এসময় সেখানে প্রধান শিক্ষক কাইসার ওয়াদুদ বাবর, উপজেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আইভি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মাধ্যমে ছাত্রীরা গার্ল গাইডের সম্পৃক্ততার পাশাপাশি বাল্যবিয়ে বন্ধসহ সামাজিক অবক্ষয় দূরীকরনে তাদের করণীয় সম্পর্কে অবহিত হন।


সাম্প্রতিক মন্তব্য

Top