আদিতে অনুভূতি
আলাউদ্দিন জালাল
আমি এখনও আদিকালেই রয়েছি,
তোমরা কষ্ট নিওনা আগেই পেয়েছি,
পরামর্শ দিয়েছো, আধুনিকতার নামে।
এখানে তেমন কিছু আছে তা ভাবেনি,
অতীত ঐতিহ্য সম্বলিত নানান কাহিনি।
অবলোকন অবলম্বন করতে শেখেছি,
ষষ্ঠীতে, অনিন্দিত উদযাপন করেছি,
উৎসবে গৌতম আদানি কে সব বলেছি।
আনন্দে ঘুরে দেখলাম কেউ আমলে নেইনি,
সে কোথায় আছেন, অনেক কিছু, কথা রাখেনি
পিড়িতে পদ্মাবতী ঘুরে ঘুরে খেলো পাক,
তবে তৃষা ষাটোর্ধ কহিল বিবি নিপাত যাক।
অন্ততপক্ষে অনিশ্চয়তার অনুভূতিও এমনই,
আধুনিক ডিজিটাল অবকাঠামো উন্নয়ন তেমনই,
আস্ত খড়ে কদামর্চন অন্তর ধুপে ধোঁয়া তুলসি,
সে কি গো বাবা, অতিত ঝলকেই ফেন্সি।
সাম্প্রতিক মন্তব্য