যৌবনে নিশি
আলাউদ্দিন জালাল
যেদিন মোর নিষ্পাপ কণ্ঠে ছিলো জয়ধ্বনি,
এসেছিলে তুমি তা ভাবোনি জগৎ মোহনি
কালের সীমা পেরিয়ে তোমাতে হাতে দিয়েছিল মোরে।
জোড়া মানিক ভাই আছো কেমন বদনে মোরে,
অষ্ট পায়ে দুলে দুলে সেদিন তোমার মেছো পথে হাটি,
পুষকুন্নি ধারে কাছে পেয়েও ধরিনি হাত দুটি।
পারিপার্শ্বিকতা ডিঙিয়ে ভিজিয়ে দাওনি কোন কিছু,
আজ যদি মনে পড়ে সেদিনের এতো কিছু।
দু'জনার দুটি চোখে পড়ে চোখ শয্যায়,
বিভোরে না জাগিয়া পাহারা দাও শয্যায়,
ফিরিবে হাই ডাক যদি মোরে দেয় নাহি খুলি আঁখি।
আজও মনে পড়ে সেদিনের মতো আপন দুটি আঁখি,
তাকিয়ে থেকে পোহাবো নিশি তাও যদি আশি
পারিনি আজও নুয়ে পড়ে কমর বয়সে আসি।
সাম্প্রতিক মন্তব্য