সখি
আলাউদ্দিন জালাল
বাদল দিনে হাওয়ায়হাওয়ায় দুলে
আমার বনের ফুলগো
ছোয়া তুমি দিও।
হারিয়ে গেছে পুথির মালা
খুঁজে তুমি দিও,
আমার ফুলের বনেগো।
তাইতো তুমি নিশিতে জেগে,
ফুলের মালা জড়িয়ে ধরে
রুং মাখানো সখিগো।
ভুলিয়ে দেওনা মরেগো
ফুল কুড়িতে বুড়ির কোলে
ভ্রমরূপে সখির ছলে।
জোসনা রাতে তারা ফুলে
আজি তোমায় আঁখি তুলে
পরি দিব মালাগো,
বাদল দিনে হাওয়ায় দুলে তারা ফুলের মালাগো।
সাম্প্রতিক মন্তব্য