বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে শিশুর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আদিল হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের যোগিপাড়া গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে। শিশু আদিল ওই গ্রামের আলেপ হোসেনের ছেলে।
আদিলের মা জানান, আদিল সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাহিরের আঙিনায় খেলছিল। সেখান থেকে সে বাড়ির পাশে তার বড় আব্বুর বাড়ি গিয়ে ঘরের বারান্দায় চার্জার গাড়ি (ইজিবাইক) এর তারে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু আদিলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাময় শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন- বাগাতিপাড়া উপজেলার যোগিপাড়া গ্রামে আদিল নামে আড়াই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে এবং এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকয় শিশুটির লাশ দাফন করতে বলা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য