বাঘায় মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত
বাঘা( রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শারমিন আখতার এ কারাদন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার চকনারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিদ্দিক মন্ডলের ছেলে সাগর আহম্মেদ সোহাগ (২৪)। কলিগ্রামের মৃত নছিম মন্ডলের ছেলে আলতাফ হোসেন (৪৫) ও উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে বেলাল হোসেন (৫৯)।
আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্তদের মাদক সেবনের অভিযোগে নিজ নিজ এলাকায় অভিযান পরিচালা করে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে হিরোইন সেবনের অপরাধে আলতাফ হোসেনকে ৬ মাস,গাঁজা সেবনের অপরাধে সাগর আহম্মেদ সোহাগকে ৩ মাস এবং বেলাল হোসেনকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী কর্মকর্ত জানান,জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নিজ নিজ অপরাধ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মোহাঃ আসলাম আলী
সাম্প্রতিক মন্তব্য