কৃতার্থ
আলাউদ্দিন জালাল
তুমি মোর নিষ্পাপ, এক গোধূলি আকাশ,
তুমি আমার নির্ঝর, ভোরের নিস্তব্ধতা ভানু।
তুমি নিরব সমর্থন জাগ্রত দেবী, রহস্যের গণ্ডি,
তুমি সতীর্থ, মায়াদেবীর মায়াবিস্তারী অন্ত কুঠরী।
তুমি জাগরিত কোণ ভরা মায়াবী দুয়ারিনি,
তুমি ডোলের অফুরন্ত যৌবনের মহাসঙ্গীতের রানী।
তুমি অঝর ধরনীর রশমি রাশিমালার অনুন্ন্য কুরসি,
তুমি গম্ভীর, এক খোচা আলোর পথের অভিক্ষ তীর,
তুমি নিশিতে ঝরায়ে জাগ্রত অবউষ্ণ পথিক।
সাম্প্রতিক মন্তব্য