শ্রাবণে ঝরা
আলাউদ্দিন জালাল
বাদল তুমি বলে ছিলে আসবেনা আষাঢ়ে,
তবে সেই আসলে মরে কাদায়ে শ্রাবণে।
আজি বিভরে ঝরায়ে, রবি কে দিলে আধারে,
কলালক্ষ্মীর, কোমল মাটির প্রেমে পড়লে শেষে
দিলেতো চুকিয়ে শিল্পের আবরণে সুপ্ত বাতাসে।
করতোয়া পাড়ি জমালে ফুফড়িয়ে দিলে ভিজে
তুমি পারনি থামিয়ে দিতে হয়েছি পার ডিঙ্গিতে।
রবি রাঙ্গিয়ে থমকে দাঁড়াতে পারেনি নিশ্চয়ই,
বেলাতে আসবে তাই কালচে নীল রঙের আড়ালে।
কতদিন পরে এসে ঝলক আলোয় নিভিয়ে দিলে কতপ্রাণ,
কতজন ততক্ষণ দাড়াতে পারেনি ঝরাতে ধরনির মান।
সাম্প্রতিক মন্তব্য