বাগাতিপাড়ায় বড়াল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদ থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার বিকেলে বাগাতিপাড়া মডেল থানা সংলগ্ন বড়াল নদের ঘাট থেকে এই লাশটি উদ্ধার করা হয়। মাথায় আধাপাকা চুল। বয়স আনুমানিক ৫২ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল তিনটায় উপজেলার কসবেমালঞ্চি এলাকায় বড়াল নদে স্থানীয়রা ঐ মহিলার ভাসমান লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।
রাজশাহীর চারঘাটের দিক থেকে লাশটি ভেসে আসছিল।
পরে পুলিশ থানার সামনে বেলা শেষে নদীর ঘাটে লাশটিকে থামিয়ে দেয়। ধারনা কারা হচ্ছে ৪ দিনের অধিক আগে মারা যাওয়ায় লাশটি ফুলে উঠেছে, চামড়াতে পচন ধরায় ছিঁড়ে-ছিঁড়ে যাচ্ছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সিআইডি ও পিবিআই এর সহযোগিতায় লাশটি নদীর পানি থেকে তুলা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সাম্প্রতিক মন্তব্য