logo
news image

বাগাতিপাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

    

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 

বাগাতিপাড়ায়  চায়ের স্টলে বজ্রপাতে আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আশিক রাজমিস্ত্রীর কাজ করেন।  আহত হয়েছেন আরো ৭জন।   সোমবার সকালে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আশিক মৃত্যু বরণ করেন।   আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে।  চায়ের স্টলে সিহাব উদ্দিন ও তাঁর পুত্র আশিক সহ ১০থেকে ১২ জন  আড্ডায় ব্যস্ত ছিলো। এদের মধ্যে সিহাব উদ্দিন  মোমীন,হাফেজ, সারোয়ার, বেলাল,শফিক ও রুপালী বেগম আহত হয়েছেন। আব্দুল মালের স্ত্রী রুপালী বেগম চায়ের স্টল পরিচালনা করেন। আহতদের মধ্যে ৫জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

সাম্প্রতিক মন্তব্য

Top