logo
news image

আজও মনে পড়ে

 
 আলাউদ্দিন জালাল 

আমার অস্তিত্ব, তো কাউকে বন্ধক দেইনি, 
তুমিও কখনো তো তোমার ফোন বন্ধ করোনি। 
আমার জানালার পাশে, তুমিতো ফিরে তাকাওনি,
রাতের তারাভরা জ্যোৎস্নায় অপলক তাকিয়ে থাকোনি।
শ্রাবণের মেঘগুলো সরাতে, তুমিতো উকি দাওনি
সকালের লাল সূর্য ঢলে পড়বে বলে ফিরে আসোনি, 
তবু্ও আমি তোমায় কখনও জীবনে ভুলিনি, 
আষাঢ়ের খরাস্রোতে, তোমাকে ডেকেছি তুমি আসোনি। 
ঋতু পরিবর্তন ঘটিয়েছে প্রকৃতিতে,  তা তুমি ভাবনি,
অলস বারান্দায় দাঁড়িয়ে আছি, তুমি ফিরোনি।
আবার দেখা হবে কখনও জীবনে তা মনে জাগেনি, 
অস্তিত্ব বন্ধক দিইনি কথা মনে রেখো ইতি।

সাম্প্রতিক মন্তব্য

Top