বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ জুলাই ২০২২) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দল নিয়ে এ খেলায় অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য