আইন-শৃংখলা সভায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই ২০২২) উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বষাক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর অফিসের ডিজিএম রেজাউল করিম খানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি।
এ সময় বক্তরা, আইন-শৃংখলা রক্ষার্থে গোপালপুর পৌরসভায় একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানান।
সাম্প্রতিক মন্তব্য