logo
news image

ট্রাক্টর উল্টে নিহত ১ আহত ২

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে মো. আওলাদ হোসেন (১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (৩ জুলাই ২০২২) রাত ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের চাঁনপুর কামার দোহা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লালপুর সদরের রামানন্দপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। নিহত আলাউদ্দিন (আওলাদ হোসেন) লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি  পাস করে মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের বিএম শাখার প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত একজন একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন (১৮)। অপরজন বালিতিতা ইসলামপুর গ্রামের রঞ্জিতের ছেলে মো. রয়েল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চংধুপইল ইউনিয়নের চাঁনপুর কামার দোহা নামক স্থানে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তায় ওঠার সময় উল্টে গিয়ে তিনজন গুরুতর জখম হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক হেলপার আওলাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। চালক হারুনকে সাময়িক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। আর রয়েলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলপার আওলাদ হোসেন ট্রাক্টরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top