সার ও বীজ পেলেন ৭০০ কৃষক
লালপুর( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিনামূল্যে পিয়াজ ও রোপা আমন ধানের বীজসহ সার পেয়েছেন ৭০০ জন কৃষক। এছাড়াও মোবাইল অ্যাপসের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা করে পেয়েছেন ৭০ জন কৃষক।
বুধবার (২৯ জুন ২০২২) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী , উপজেলা প্রকৌশলী মাহাবুবউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, জেলা তাতী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আওয়ামী লীগ নেতা রোকোনুল ইসলাম লুলু প্রমুখ।
এর আগে সংসদ সদস্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর/কাবিটা প্রকল্প থেকে উপজেলার ২৭টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে ১৬ লাখ ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।
সাম্প্রতিক মন্তব্য