logo
news image

নসিমন উল্টে চাচা ও ভাতিজার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে খাদে পড়ে চাপায় চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন ২০২২) উপজেলার কদমচিলান ইউনিয়নের গোধরা নামক স্থানে নাটোর-পাবনা মহাসড়কের মেসার্স জাহিদ অটো রাইচ মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মন্টু মিয়া (৫০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাউসপুর গ্রামের নবিছ উদ্দিন মন্ডলের ছেলে ও ভাতিজা শাহীন আলম (৩০) একই গ্রামের মো. হান্নান আলীর ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে তারা নিজ বাড়ি থেকে আম কেনার উদ্দেশ্যে নসিমনে চেপে বড়াইগ্রামের আহম্মেদপুর বাজারে আসছিলেন। পথে লালপুরের গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বনপাড়া জাহেদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত নসিমনটি জব্দ ও নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top