logo
news image

লালপুরে জিয়াউদ্দিনকে সংবর্ধনা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর অ্যামবাস্যাডার-এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের (মন্ত্রীর পদমর্যদা) নিজ তহবিল হতে আনুদানের চেক বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন ২০২২) দুপুরে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর অ্যামবাস্যাডার-এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন তার নিজ তহবিল থেকে ২১ জন অসহায় ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ও ৬টি প্রতিষ্ঠানে মোট ৩ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যামবাস্যাডার-এ্যাট-লার্জ এর একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা খুরশীদ এ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, লে. কর্ণেল রমজান আলী সরকার (অব.), ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top