ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৩১ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন ২০২২) ভোর রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোছা. মুক্তি খাতুন (৩০) ওই গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে লালপুর থানার এএসআই মাসুদ রানার নেতৃত্বে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গ্রামের মো. মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মোছা. মুক্তি খাতুনকে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে মোছা. মুক্তি খাতুনকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য