logo
news image

এক্সিম ব্যাংকের ফল উৎসব

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোগে মধুমাসের শেষ দিনে ফল উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ জুন ২০২২) সন্ধ্যায় এক্সিম ব্যাংক লিমিটেডের লালপুর শাখায় উৎসবে ৩০ রকমের ফল উপস্থাপন করা হয়। 
এতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, নাটোর পল্লী বিদুৎ সমিতি লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান, ব্যাংকের ব্যবস্থাপকের সহধর্মিনী লুৎফে জাহান বেগমসহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এক্সিম ব্যাংকের লালপুর শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, এক্সিম ব্যাংক লিমিটেড ব্যবসা ও ব্যাংকিং সেবার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ভালবাসার বন্ধন দৃঢ় করতে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। মধুমাসের শেষ দিনে উৎসবে ৩০ রকমের ফল উপস্থাপন করা হয়েছে। উন্মুক্তভাবে অতিথিদের ইচ্ছে মতো পছন্দের ফল খাওয়ার ব্যবস্থা রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top