বিদায় সংবর্ধনা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন ২০২২) গোপালপুর পর্নোর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।
কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার, সদস্য আসাদুল ইসলাম, গোপালপুর মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য