logo
news image

লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে ২০২২) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআরআই-এর সিনিয়র অফিসার ড. নাজিম উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা বিজ্ঞান ও কৃষির উন্নয়নে  উপর  বিভিন্ন দিক তুলে ধরেন। 

সাম্প্রতিক মন্তব্য

Top