logo
news image

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে।
সোমবার (১৬ মে ২০২২) বিকেলে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম রিমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় ওয়ালিয়া ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে গোপালপুর পৌরসভা একাদশ বিজয়ী হয়। গোপালপুর পৌরসভা একাদশের পক্ষে গোল করেন রাসেল ও সোহান। টুর্ণামেন্টে মোট ১১ টি দল অংশগ্রহণ করছে।

সাম্প্রতিক মন্তব্য

Top