মুজিব শতবর্ষে পুলিশের সার্ভিস ডেস্ক চালু ও ঘর হস্তান্তর
লালপুর (নাটোর) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরের লালপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু ও গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ঘর হস্তান্তর হস্তান্তর করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল ২০২২) প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে সার্ভিস ডেস্ক চালু ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার উত্তরলালপুর গ্রামের গৃহহীন, বিধবা ও প্রতিবন্ধী মমতা সরকারকে (৫৫) দুই শতক জায়গার ওপর একটি আধা পাকা বসতঘর নির্মাণ করে উপহার হিসেবে দেয় লালপুর থানা পুলিশ।
প্রতিবন্ধী মমতা সরকার বলেন, বুধপাড়া গ্রামের বাবা দিনু শাহ ছোট বেলায় তাকে উত্তরলালপুর গ্রামের কাসা শ্রমিক বাবু সরকারের সাথে বিয়ে দেন। তাদের পর পর ৪ সন্তান জন্মের এক বছর পূর্ণ না হতেই মারা যায়। পঞ্চম সন্তান প্রতিবন্ধী পলাশ সরকারের বয়স ২০ বছর। সে অসুস্থ, বুদ্ধি প্রতিবন্ধী ও চোখে কম দেখে। এক বছর আগে স্বামী বাবু সরকার মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর উপার্জন বন্ধ হয়ে যায়। পেটের দায়ে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে দিন পার করছেন।
মমতা সরকার আরও বলেন, ‘স্বামীর কেনা দুই শতক জমি থাকলেও ঘর ছিল না। নিজের একটি পাকা ঘর হবে, স্বপ্নেও কখনো ভাবেননি। পুলিশের পক্ষ থেকে ঘর করে দিয়ে প্রতিবন্ধী সন্তান নিয়ে বসবাসের সুযোগ করে দেওয়ায় আমি প্রধানমন্ত্রী ও পুলিশের খুবই খুশি।’
লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে লালপুর থানা পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয়। উত্তরলালপুর গ্রামের গৃহহীন, বিধবা ও প্রতিবন্ধী মমতা সরকারকে তার প্রতিবন্ধী সন্তান পলাশ সরকারকে নিয়ে বসবাসের জন্য দুই শতক জায়গার ওপর একটি আধা পাকা বসতঘর নির্মাণ করে দেওয়ায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ বিভাগ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মুজিব শতবর্ষে পুলিশের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি থানায় গৃহহীন একটি করে পরিবারকে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে উত্তরলালপুর গ্রামের গৃহহীন, বিধবা ও প্রতিবন্ধী মমতা সরকারকে দুই শতক জায়গার ওপর দুই কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হয়েছে। রান্নাঘর ও শৌচাগারের ব্যবস্থা রয়েছে। সেই সাথে থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য