আওয়ামী লীগের বর্ধিত সভায় পরিবর্তনের আভাস
লালপুর (নাটোর) প্রতিনিধি
আগামী সম্মেলনে নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়ে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় বিরোধে বর্তমান সভাপতি ও সম্পাদকের অনুপস্থিতে এ সভা হয়।
শুক্রবার (২৫ মার্চ ২০২২) উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোরের জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসকেন্দার মির্জার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, নাটোরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি ছিলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী বলেন, সমঝোতার মাধ্যমে সম্মেলন করতে জেলা আওয়ামী লীগের নির্ধারিত তারিখ কয়েক দিন পিছিয়ে বর্ধিত সভা করার কথা বলেছেন। কিন্তু তারা প্রত্যাখ্যান করে সহসভাপতির সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদকের সঞ্চালনায় ব্যানার করে সভা করছেন। আত্মসম্মান বিকিয়ে দিয়ে ওই বর্ধিত সভায় উপস্থিত হওয়া তাঁর পক্ষে সম্ভব না।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, গত ২০ ফেব্রুয়ারি নাটোরের জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হয়নি। জেলা কমিটির সাধারণ সম্পাদকের নির্দেশে দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে লালপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের জন্য বর্ধিত সভা ডাকা হয়েছে। বিগত নির্বাচনে নৌকার বিরোধিতাকারীদের নিয়ে বর্ধিত সভা করা হচ্ছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের সাথে বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক বর্ধিত সভা ও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, তাঁর নেতৃত্বে ২০১৪ সালে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১ সালে তাঁরা ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি গঠন করেন। অপর দিকে বর্তমান সংসদ সদস্যের অনুসারীরাও আলাদা কমিটি গঠন করেছেন। এ ক্ষেত্রে সম্মেলনে কাউন্সিলর নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে সভাপতি ও সম্পাদক বর্ধিত সভায় যোগ দেননি। বর্তমান আওয়ামী লীগের নেতৃত্ব কিছু স্বেচ্ছাচারিদের কবজায় বন্দী হয়ে আছে। দলকে বাঁচাতে ত্যাগী ও সৎ নেতাদের দায়িত্ব দেওয়া দরকার।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালের ২৪ মে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি ও মো. ইসাহাক আলীকে সাধারণ সম্পাদক করে লালপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৮ বছর পর আগামী ২৮ মে ২০২২ এই সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০২২ রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত) এস এম কামাল হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ২৫ মার্চ লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও ২৮ মে লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করে নাটোর জেলা আওয়ামী লীগ।
এর সাথে দ্বিমত পোষন করে মঙ্গলবার (২২ মার্চ ২০২২) রাতে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী, বাগাতিপাড়ার সভাপতি আবুল হোসেন ও সম্পাদক মো. সেকেন্দার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বর্ধিত সভা স্থগিত ঘোষনা করে বলেন, আপাতত সম্ভব সভা হচ্ছে না, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য