logo
news image

সরকারের নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ওসি মোনোয়ারুজ্জামান

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান যোগদানের পর সরকারের নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২১) রাতে লালপুর থানার বিদায়ী ওসি মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হন নবাগত ওসি মো. মোনোয়ারুজ্জামান।
সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি মো. মোনোয়ারুজ্জামান বলেন, তিনি সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক, সন্ত্রাস, অবৈধ ইমো ব্যবসা, অবৈধভাবে পুকুর খনন ও বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেবেন। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ভূমিকা পালন করবেন। এই মিশন সফল করতে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
লালপুর থানার ওসি হিসেবে মো. মোনোয়ারুজ্জামান যোগদান করায় দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পারকানুপুর গ্রামে ১৯৮২ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন মো. মোনোয়ারুজ্জামান। পিতা মো. বদিউজ্জামান ও মাতা মোছা. মনোয়ার বেগম। স্ত্রী মোছা. দিলরুবা শিরিন। তাঁদের একমাত্র সন্তান মালিহা জামান।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে উপপরিদর্শক হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা, পুলিশ বক্স কেশবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক (তদন্ত) হিসেবে লালপুর, গুরুদাসপুর ও নাটোর সদরে কর্মরত ছিলেন। ২০২১ সালের ২৪ মার্চ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top