logo
news image

লালপুরে জাতীয় পার্টির মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, পিয়াজ ও আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে  জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোরের লালপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ ২০২২) দুপুরে লালপুর ত্রিমোহীনি চত্বরে লালপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রাশেদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার আশিক হোসেন, গোপালপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক রাশেদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি লালপুর শাখার  যুগ্মআহবায়ক আব্দুল আজিজ, ফাইজুল হোসেন, আব্দুল মালেক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোতালেব হোসেন।
এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহবান জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top