logo
news image

ডাউন সিনড্রোম দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৯ম জাতীয় ও ১৭তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ মার্চ ২০২২) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ সময় ডাউন সিনড্রোমে আক্রান্ত শিক্ষার্থী, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন উপলক্ষে এনডিডি শিশু/ব্যক্তিদের অংশগ্রহণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্ব ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সংযুক্ত ছিলেন, এনডিডি সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রফেসর ডা. মো. গোলাম রব্বানী, বাংলাদেশ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. সিমানুর রহমান প্রমুখ।
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান বলেন, ডাউন সিনড্রোম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের সামাজিক অধিকার আদায়, বিভিন্ন কর্মসূচীতে সাধারণ জনগণের ন্যায় অংশগ্রহণ নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের জন্য ভালোবাসার একটি পৃথিবী গড়ার লক্ষ্যেই দিবসটি উদযাপন করা হয়।
তিনি আরও বলেন, অনেকে হয়তো ডাউন সিনড্রোম বিষয়টি কি তা জানেনই না। এটি বিশেষ ধরনের জেনেটিক বা জিনগত অবস্থা। ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেওয়া মানুষের ক্রোমোজোমের গঠন সাধারণ মানুষের ক্রোমোজমের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে থাকে। ব্রিটিশ চিকিৎসক জন ল্যাংডন ডাউন সর্বপ্রথম ১৮৬৬ সালে এ সমস্যায় আক্রান্ত শিশুদেরকে চিহ্নিত করেন বলে তার নামানুসারে একে ডাউন সিনড্রোম নামকরণ করা হয়।
২০০৫ সালে ফ্রান্সের জীনতাত্ত্বিক গবেষণা সংস্থা এএফআরটি ২১ মার্চ ডাউন সিনড্রোম দিবস ঘোষণা করে ডাউন সিন্ড্রোম গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে একটি বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে আসছে।
ডাউন সিনড্রোম বিষয়ক সচেতনতার এই আন্দোলনের সাথে বিশ্বের সকল দেশকে যুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৭ সালের ২০ ডিসেম্বর ২১ মার্চ ডাউন সিনড্রোম দিবস হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক ঘোষণায় জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল সদস্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে প্রতি বছর ২১ এ মার্চ যথাযোগ্য মর্যাদায় ডাউন সিনড্রোম দিবস পালনের আমন্ত্রণ জানায়।

সাম্প্রতিক মন্তব্য

Top