সত্য প্রকাশে অবিচল থেকে কোটি পাঠকের হৃদয় জয় করেছে যুগান্তর
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেছেন, দীর্ঘ পথ পরিক্রমায় দৈনিক যুগান্তর তার গুণগত মান বজায় রেখে সত্য প্রকাশে অবিচল থেকে সাহসিকতার সাথে গণমানুষের কথা তুলে ধরে কোটি পাঠকের হৃদয় জয় করেছে। সব বাধা-বিপত্তি অতিক্রম করে সফলতার সঙ্গে ২৩ বছরে পা রেখেছে। আগামীতেও দেশ ও জাতির উন্নয়নে যুগান্তর আরো সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শনিবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের অস্থায়ী কার্যালয়ে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগান্তরের বাগাতিপাড়ায় উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ এর আয়োজন করে।
করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের উপজেলা সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য দেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম। উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল আওয়াল, জবাবদিহির প্রতিনিধি রাশেদুল আলম রূপক, করতোয়া প্রতিনিধি ফজলে রাব্বি, সংবাদ প্রতিনিধি কুতুব-উল-আলম, প্রতিদিনের সংবাদ খাদেমুল ইসলাম, আজকের আলোকিত সকালের প্রতিনিধি রাজিবুল ইসলাম বাবু, সরেজমিন প্রতিনিধি হাসান মাহমুদ, স্বজনের সদস্য অনিক মাহমুদ, নবনির্বাচিত কাউন্সিলর মহসিন আলী প্রমুখ। পরে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মন্তব্য