logo
news image

ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ‘মরহুম কিয়ামত প্রামানিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি ২০২২) বিকেলে লালপুর ডিগ্রি কলেজ মাঠে খেলায় জাগরনী স্পোর্টিং ক্লাবকে ৫ রানে হারিয়ে মন্ডলপাড়া সোনালী সকাল ক্লাব শিরোপা অর্জন করে। ম্যান অফ দ্য ফাইনাল হন সোনালী সকাল ক্লাবের  রাখি ও ম্যান অফ দ্য সিরিজ হন কাজল।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু। বিশেষ অতিথি ছিলেন, লালপুর ডিগ্রি কলেজের শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা মো. ইলিয়াস হোসেন, ভেটেরিনারী চিকিৎসক মো. নুরুল ইসলাম, ডা. আহমেদ রিজভী প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top