প্রথম সভায় উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের প্রথম উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানগণ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে জনগণকে সাথে নিয়ে এক সাথে লালপুরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি ২০২২) উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও শামীমা সুলতানার সভাপতিত্বে দীর্ঘ ৪ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, নির্বাচিত ইউপি চেয়ারম্যান লালপুরে মো. আবু বক্কর সিদ্দিক পলাশ, ঈশ্বরদীতে মো. আব্দুল আজিজ রঞ্জু, চংধুপইলে মো. রেজাউল করিম, আড়বাবে মো. মোকলেসুর রহমান, বিলমাড়ীয়াতে মো. ছিদ্দিক আলী মিষ্টু, দুয়ারিয়াতে মো. নুরুল ইসলাম লাভলু, ওয়ালিয়াতে মো. নূরে আলম সিদ্দিকী আলম, দুড়দুড়িয়াতে মো. তোফাজ্জল হোসেন তোফা, অর্জুনপুর-বরমহাটীতে (এবি) মো. গোলাম মোস্তফা আসলাম এবং কদিমচিলানে মো. আনছারুল ইসলাম।
সদ্য যোগদানকৃত ইউএনও শামীমা সুলতানা বলেন, এটি শুধুমাত্র আমার কর্মস্থল নয়। আমার নিজ এলাকা হিসেবে সবার সহযোগিতায় উন্নয়ন করতে চান। তিনি আইন-শৃংখলা, কোভিড-১৯, বাল্যবিবাহ রোধ, রাস্তা সমস্যা, যানজট, বাইপাস সড়ক, বাসটার্মিনাল, অবৈধভাবে পুকুর খনন, পদ্মানদীতে বালু উত্তোলন, ভেজাল গুড় তৈরি প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ।
তৃতীয় ধাপে গত বছর ২৮ নভেম্বর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ জানুয়ারি ২০২২ উপজেলার ১০ জন নির্বাচিত চেয়ারম্যান, ৩০ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৯০ জন সাধারণ সদস্যের শপথ গ্রহণ করেন।
সাম্প্রতিক মন্তব্য