আইন-শৃংখলা সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বছরের প্রথম মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি ২০২২) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় সার্বিক আইন-শৃংখলা, কোভিড-১৯, বাল্যবিবাহ রোধ, নির্মানাধীন রাস্তা সংস্কার ও সমস্যা, লালপুর বাজারের যানজট, বাইপাস সড়ক সমস্যা, যানবাহন টার্মিনাল, অবৈধভাবে পুকুর খনন, ভেজাল গুড় তৈরি প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা ও সমাধানে বিস্তারিত আলোচনা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেনের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, বিবাহ রেজিস্ট্রার, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি।
সাম্প্রতিক মন্তব্য