logo
news image

একই কলেজের তিন শিক্ষক ইউপি চেয়ারম্যান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘার একটি কলেজের তিন শিক্ষক এ বছর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত তিনজনই বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান নাটোরের লালপুরের আড়বাব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ৬ হাজার ৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল হক মিলন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯১৪ ভোট। মোখলেসুর রহমান আড়বাব ইউনিয়ন আ.লীগের বহিষ্কৃত সভাপতি ও লালপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন।
চতুর্থ ধাপের নির্বাচনে রাজশাহীর বাঘার বাউসা ইউনিয়নে ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক নুর মোহাম্মদ তুফান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ১৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বর্তমানে জেলহাজতে থেকে নির্বাচন করে হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪২৮ ভোট।
বাঘার আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে ৪ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।
এ বিষয়ে রফিকুল ইসলাম রফিক বলেন, তারা একই কলেজে আলাদা বিষয়ে শিক্ষকতা করেন। আলাদা ইউনিয়ন থেকে তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছে। তিনি নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। অন্য দুজন মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। তিনজনই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top