logo
news image

ইউএনও-কে অশ্রুসিক্ত বিদায় দিল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতিকে অশ্রুসিক্ত বিদায় দিল প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ইউএনও বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা কান্নায় ফেটে পড়েন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, লালপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার প্রমুখ।
অতিথিরা বলেন, তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করেছেন। কেবল একজন কর্মকর্তা হিসেবে নয়, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবক হিসেবে কাজ করেছেন। করোনা মোকাবেলায় রাতের আঁধারে সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, সপ্তাহে প্রতি বুধবার গণশুণানি করা, গরীব-অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবায় হাত বাড়িয়ে দেওয়াসহ দুর্যোগে-দুর্ভোগে পাশে দাঁড়িয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণকালে ইউএনও উম্মুল বানীন দ্যুতি বলেন, প্রতিবন্ধীদের মেধাবিকাশের সুযোগ ও সহমর্মিতা আমাদের সম্পদ হতে পারে। সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। এদেরকে নিজের সন্তান হিসেবে ভালবেসেছি। একজন প্রতিবন্ধীর বাবা-মায়ের কষ্ট অন্য কেউ বুঝবে না। ভালবাসাই তাদের জীবন বদলাতে পারে।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ ৩ বছর ৩ মাস উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে আমি মনেপ্রাণে বিশ্বাস করেছি এটাই আমার বাড়ি। আমি সব সময় লালপুরের মাটি ও মানুষের সাথে নিবিড় সুম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি। দীর্ঘ সময় কাটানো এই এলাকা ছেড়ে থাকতে আমারও কষ্ট হবে, তবুও চাকরির নিয়মে চলে যেতে হবে। কিন্তু আমি যেখানেই থাকি না কেন, লালপুরবাসী বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোনো উপকারে আসলে নিজেকে ধন্য মনে করব।’
জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন উম্মুল বানীন দ্যুতি। তাঁর স্থলাভিসিক্ত লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করছেন শামীমা সুলতানা।

সাম্প্রতিক মন্তব্য

Top