logo
news image

আওয়ামী লীগের পৃথক বিজয় উৎসব

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিজয়ের ৫০ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪ টায় গোপালপুর পৌরসভার কড়ইতলা থেকে রেলগেট, উপজেলা গেট প্রদক্ষিণ করে শোভাযাত্রা পুনরায় কড়ই তলায় ফিরে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে  উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান  ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলিসহ সাবেক এমপি পক্ষের থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
অপরদিকে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিকেল সাড়ে ৪ টায় গোপালপুর রেলগেট থেকে শোভাযাত্রা শুরু করে একইভাবে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল শহীদ মিনারে শেষে সমাবেশ করে।
একই সময়ে নিকটবর্তী স্থানে উভয়পক্ষের সমাবেশ আয়োজন করায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সিদ্দিক বলেন, উভয় পক্ষের সমাবেশ ও শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক মন্তব্য

Top