logo
news image

অভিবাসী দিবস উদযাপন

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে নাটোরের লালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্য নিয়ে এ বছর দিবসটি উদযাপিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার সা'দ আহমাদ শিবলি, গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন, চকনাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট মো. মিজানুর রহমান, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ মো. ইমাম হাসান, সহকারী অধ্যাপক এহসানুল করিম তুহিন প্রমুখ। এ সময় টেকনিক্যাল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভুক্ত দেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়ে আসছে। ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে।

সাম্প্রতিক মন্তব্য

Top