logo
news image

গণকবর জিয়ারত ও দোয়া

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর লালপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণকবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃত্বে উপজেলার গণহত্যা, গণকবর ও স্মৃতিসৌধে এ কর্মসূচি পালন হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, ইউএনও উম্মুল বানীন দ্যুতিসহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
গণকবর সমুহ হলো, ৩০ মার্চ উত্তরাঞ্চলের প্রথম সম্মুখযুদ্ধ ক্ষেত্র আম্রকানন গণকবর ও স্মৃতিসৌধ।  এদিন প্রায় ৮০ জন শহীদ হলেও ২৫ নং রেজিমেন্ট ধ্বংস করে মুক্তিবাহিনী। ১৭ এপ্রিল দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামে গণহত্যা স্মৃতিসৌধ। এখানে ১৮ জনকে হত্যা করে। ৫ মে নর্থ বেঙ্গল সুগার মিল শহীদ সাগর গণহত্যা ও স্মৃতিসৌধ। প্রায় অর্ধশত জনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। ২৯ মে চংধুপইলের পয়তারপাড়া গ্রামে বড়াল নদীর পাড়ে গণহত্যা ও স্মৃতিসৌধ। এখানে ধরে এনে অর্ধশতাধিক নিরীহ মানুষ গুলি করে হত্যা করে। ১৯ জুলাই লালপুর নীলকুঠিতে ২৬ জনকে জীবন্ত গণকবর ও স্মৃতিসৌধ। ২৭ জুলাই বিলমাড়িয়া হাট ঘেরাও করে গুলি বর্ষনে ৬০ জনকে গণহত্যা ও স্মৃতিসৌধ। রেলওয়ের ২১৮ নম্বর বাওড়া ব্রিজ বদ্ধভূমিতে বিভিন্ন এলাকার মানুষকে ধরে এনে এখানে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এ ছাড়াও ২০ জুলাই রামকৃষ্ণপুর ও ১৩ ডিসেম্বর মহেশপুর গ্রামে গণহত্যা চালায়।

সাম্প্রতিক মন্তব্য

Top