logo
news image

লালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি
 নাটোরের লালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর  ২০২১) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দিন, বয়েতুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল  ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলি।
এদিকে ১৪ ডিসেম্বর রাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top